ওয়ার্ডপ্রেস কি? কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে ইনকাম করবেন?

By hemalbhuiyan62@gmail.com

Updated On:

আসসালামু আলাইকুম,

আপনার যদি একটি ওয়েবসাইট অথবা একটি ব্লগ থেকে থাকে অথবা আপনার ইউটিউবে একটি চ্যানেল থেকে থাকে, অথবা আপনি যদি বিভিন্ন এপ্লিকেশন তৈরি করতে পারেন, তাহলে খুব সহজে আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন। এবং অনলাইন থেকে আয় করার মোস্ট পপুলার মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স। আজকে কথা বলব:-

  • গুগল এডসেন্স আসলে কি?
  • গুগল এডসেন্স কিভাবে কাজ করে?
  • গুগল এডসেন্সের কয় ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে?
  • এবং গুগল এডসেন্স থেকে কি কি উপায় আপনি আর্ন করতে পারবেন?

তাহলে চলুন আজকের মূল পোস্টে চলে যাওয়া যাক, আশা করছি আজকের এই পোস্টটি পড়ে আপনি গুগল অ্যাড সেন্স সম্পর্কে পুরো একটি ধারণা পেয়ে যাবেন।

গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হচ্ছে , একটি অ্যাডভার্টাইজিং পাবলিশিং program যেটি গুগলেরই একটি প্রোডাক্ট। ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে, অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে ভিউয়ার্স থাকবে যে ট্রাফিক থাকবে, সেই ট্রাফিক গুলোকে মনিটাইজ করে গুগল এডসেন্সের মাধ্যমে আয় করতে পারবেন খুব সহজে। আশা করছি গুগল এডসেন্স কি সেটা আপনি মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন।

গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে?

ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে অথবা একটি ব্লগ রয়েছে অথবা ইউটিউবে আপনার একটি চ্যানেল রয়েছে। যেখানে আপনি বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকেন, আপনার ওয়েবসাইট এ বিভিন্ন কন্টেন্ট আপনি পোস্ট করে থাকেন, এক্ষেত্রে আপনাকে বলা হবে পাবলিশার, যারা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখবে, অথবা যারা ওয়েব সাইট ভিউ করবে তাদেরকে বলা হয় ট্রাফিক। আর কিছু কোম্পানি আছে যারা নতুন নতুন প্রোডাক্ট অথবা নতুন নতুন সার্ভিস প্রমোট করার জন্য, আপনার এই ট্রাফিক গুলো সামনে কিছু বিজ্ঞাপন দেখাবে, এদেরকে বলা হয় এডভেটাইজার। আর এই অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো সরাসরি গুগল এডসেন্স কে পে করে এই অ্যাডগুলো প্রদর্শনের জন্য, গুগল এডসেন্স সেই পেমেন্ট গুলো থেকে কিছু টাকা কেটে নিয়ে, যারা পাবলিশার রয়েছে তাদেরকে প্রত্যেক মাসের শেষে প্রেমেন্ট আকারের দিয়ে দেয়।

তো এই ভাবেই আসলে গুগল এডসেন্সের প্রসেসটি কাজ করে, অ্যাডভারটাইজার কোম্পানিগুলো তাদের এড প্রদর্শনের জন্য গুগল এডসেন্স কে টাকা দিয়ে থাকে এবং গুগল এডসেন্স সেখান থেকে কিছু অ্যামাউন্ট কেটে নিয়ে, বাদবাকিটা পাবলিশারদের পেমেন্ট আকারে সেন্ড করে দেয় প্রত্যেক মাসের শেষে।‌

গুগল এডসেন্সের কয় ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে?

সো গুগোল এডসেন্স আসলে দুই ধরনের অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে, একটি হচ্ছে হোস্টটেড একাউন্ট আরেকটি হচ্ছে নন হোস্টেড একাউন্ট অথবা ফুললি অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট। ধরুন আপনার একটি কাস্টোম টপ লেভেলের ডোমেইন আছে এবং আপনি নিজস্ব হোস্টিং ইউজ করেন। সেক্ষেত্রে আপনি যখন আপনার এই কাস্টম টপ লেভেল এর ডোমেইন দিয়ে কোন এডসেন্স এর জন্য এপ্লাই করবেন, তখন যে এডসেন্স আপনি পাবেন এটি কে বলে নন-হোস্টেড অ্যাকাউন্ট অথবা ফুললি অ্যাক্টিভেটেড একাউন্ট। আর যখন আপনি ইউটিউব অথবা ব্লগার আইমিন যখন গুগলের হোস্টিং ইউজ করে আপনি কোন এডসেন্সে এপ্লাই করবেন, তখন এটিকে বলা হয় হোস্টেড একাউন্ট। হোস্টেড অ্যাকাউন্ট ও আবার দুই ধরনের হয়ে থাকে,( একটি হচ্ছে ইউটিউব একাউন্ট) আরেকটি হচ্ছে (ব্লগার হোস্টেড একাউন্ট)

এখন কথা বলব গুগোল অ্যাডসেন্স থেকে আপনি কি কি ওয়েতে আর্ন করতে পারেন?

এডসেন্স ফর কনটেন্ট:- ধরুন আপনার একটি কনটেন্ট বেস্ট ওয়েবসাইট রয়েছে অথবা আর্টিকেল বেস্ট একটি ওয়েবসাইট রয়েছে। যেখানে মোটামুটি ভালো মানের কিছু ভিউয়ার্স আসে, আপনি চাইলে আপনার এই কনটেন্ট গুলোর মাঝখানে অথবা ডানে-বামে উপরে-নিচে বিভিন্ন জায়গায় গুগল এডসেন্সের এড প্রদর্শনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন।

এডসেন্স ফর সার্চ:-  আপনি গুগলের কাস্টম সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে বসিয়ে দিয়েও সেখান থেকে গুগল অ্যাডসেন্স থেকে আসলে আর্ন করতে পারবেন। যখন আপনার ওয়েবসাইটে গুগলের কাস্টম সার্চ ইঞ্জিন এড করে দিবেন, তখন যদি কোন ভিউয়ার আপনার ওই সার্চ ইঞ্জিনে কোন ইনফরমেশন সার্চ করে, তখন গুগোল সেখানে কিছু এড প্রদর্শন করবে এবং সেখান থেকে আপনি একটি আর্নিং পেয়ে যাবেন।

এডসেন্স ফর গেমস:- আসলে গুগল অ্যাডসেন্স থেকে গেমস এর মাধ্যমেও আপনি ইনকাম করতে পারেন সে ক্ষেত্রে html5 অনলাইন বেস্ট যদি কোন আপনার ওয়েবসাইট থেকে থাকে গেমস রিলেটেড, সেই ক্ষেত্রে আপনি সেই গেমসগুলোর ভেতরে ভিডিও এড, ইমেজ অ্যাড, অথবা টেক্সট বিজ্ঞাপন বসিয়েও গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন।

এডসেন্স ফর ভিডিও:- আপনার যদি নিজস্ব কোন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আপনি আপনার নিজের ভিডিও গুলোতে গুগল এডসেন্সের এড প্রদর্শনের মাধ্যমে গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন।

ব্লগার:- আপনার যদি একটি ব্লগ সাইট থেকে থাকে, তাহলে আপনি গুগল এডসেন্সের এড সেখানে সরাসরি প্রদর্শনের মাধ্যমে আয় করতে পারবেন। আর ব্লগস্পট হচ্ছে গুগলের নিজস্ব একটি সাইট, আপনি চাইলে সেখানে ফ্রিতেই ব্লগস্পটে অথবা ব্লগারের ফ্রিতেই একটি ব্লগিং ওয়েবসাইট আপনি ওপেন করতে পারেন, এবং সেখানে কিছু আর্টিকেল পোস্ট করে গুগোল এডসেন্সে এপ্লাই করতে পারেন।

ইউটিউব:- ইউটিউব এ যদি আপনার একটি চ্যানেল থেকে থাকে সে ক্ষেত্রে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকলে, তাহলে আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো মনিটাইজ করে আপনি গুগল অ্যাডসেন্স থেকে খুব সহজে আয় করতে পারেন।

এডমোব:- গুগল এডসেন্স থেকে আর্নিং-এর আরো একটি অপশন হচ্ছে এডমোব, আপনি যদি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, স্মার্টফোনের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আপনি যদি তৈরি করতে পারেন, সে ক্ষেত্রে এডমোব এর মাধ্যমে গুগল এডসেন্স থেকে সেখানে এড প্রদর্শন করে সরাসরি আপনি আপনার নিজের অ্যাপ্লিকেশন থেকে আর্ন করতে পারেন।

ডাবল ক্লিক ফর পাবলিশার:- গুগল এডসেন্সের একটু এডভান্স লেভেলে যারা কাজ করতে চান, গুগল এডসেন্স থেকে একটু এডভান্স লেভেলে যারা কাজ করে আয় করতে চান, তাদের জন্য হলো ডাবল-ক্লিক, যদিও এখন আমি এই বিষয়ে কথা বলব না পরবর্তীতে কোন পোস্টে ডাবল-ক্লিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব।

গুগল এডসেন্স থেকে আয় ইনকাম করার এই উপায়গুলো বাদেও আরো তিনটি উপায় ছিল যেগুলো বর্তমানে গুগল এডসেন্স অফ করে দিয়েছে, যে সার্ভিস গুলো এখন আসলে এভেলেবেল নেই। এই সার্ভিসগুলো হচ্ছে (গুগল এডসেন্স ফর মোবাইল) (গুগল এডসেন্স ফর ফিট) এবং (গুগোল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক) গুগলের একদম বেসিক কিছু বিষয় নিয়ে আজকের এই পোস্টটিতে আমি কথা বললাম।

সর্বশেষ কথা:-

তো পাঠক আমরা চেষ্টা করলাম এই পোষ্টের মাধ্যমে এডসেন্স কি এবং এডসেন্স থেকে কিভাবে ইনকাম করবেন সেটার একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার। আশা করছি আপনি এই পোস্টটি পড়ে খুব সহজেই বুঝতে পেরেছেন গুগল এডসেন্স কি এবং কিভাবে কাজ করে এবং এটি ব্যবহার করে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন তার ব্যাপারে এ টু জেড গাইডলাইন। এরপরও যদি বুঝতে কোথাও অসুবিধা বোধ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেটির সলিউশন দেওয়ার। আজকের মত আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারো নতুন কোন পোস্টে সবার সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ।

Zedge Telegram< https://t.me/zedgecontributer786>

Leave a Comment

Item added to cart.
0 items - 0.00৳